অদ্য ৩০/০৪/১৮খ্রীঃ রোজ সোমবার বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রানলয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সফিকুর রহমান মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর এর উপ-সহকারী পরিচালকের দপ্তর ও চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন পরিদর্শন করেন।পরিদর্শন কালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর এর উপ-সহকারি পরিচালক জনাব রতন কুমার নাথ ও চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার জনাব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।পরিদর্শন বক্তব্য সচিব মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,চাঁদপুর বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী বলে অবহিত করেন পাশাপাশি বাহিনীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উপ-সহকারী পরচালকের দপ্তর ও স্টেশনের কর্মপরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস