বঙ্গবন্ধু সড়ক,চাঁদপুর সদর,চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক যমুনা অয়েল এজেন্সিতে তৈলের আগুন নির্বাপণ
একটি নিরাপদ বাংলাদেশ গড়ার সুযোগ্য কর্ণধার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রোমের দিকনির্দেশনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যে ন্যাশনাল ওয়েব পোর্টাল ফ্রেমওয়ার্কে সংযুক্ত । আমি মনে করি, অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এটি নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে। এ বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে এবং দুর্যোগ মোকাবেলায় জনগণের সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে এটি বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS